২৯ অক্টোবর ২০২৫

রামপুর ওয়ার্ড থেকে আ’লীগের কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন আব্দুস সবুর লিটন

ইফতেখার হোসেন »

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন সাবেক সফল কাউন্সিলর আব্দুস সবুর লিটন। তিনি ওই এলাকার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলাধারা ডটকমের চেয়ারম্যান।

বুধবার রাতে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিটন বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেইসাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি। আরও ধন্যবাদ জানাই আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড সভার সদস্যদের যারা আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনীত করেছেন। আমি আশা করবো রামপুরের জনগন আমার ওপরে আস্থা ও বিশ্বাস রাখবেন।

তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ওয়ার্ড উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করবো। উল্লেখযোগ্য ভাবে বিভিন্ন এলাকায় অবস্থিত বহু পুরাতন রাস্তাকে সংস্কার ও আধুনিকায়ন করে পুরো ২৫ নং ওয়ার্ডকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রনের ব্যাবস্থা করবো। মাদক নির্মূলে জিহাদ ঘোষণা করবো। তিনি আরো বলেন, বর্তমানে আমি কাউন্সিলর না হলেও ২৫ নং ওয়ার্ডের এলাকার মুরব্বীদের সঙ্গে নিয়ে এলাকার ব্যাপক উন্নয়নে ভুমিকা রেখে আসছি।

আব্দুস সবুর লিটনের জন্ম ১৯৭৬ সালের ০৮ এপ্রিলে হালিশহর থানার মধ্যম রামপুর ধোপাপাড়া এলাকার বউ বাজারে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা মরহুম মোহাম্মদ সেলিম ও মাতা মোছাম্মৎ মরজিনা বেগম।

ব্যক্তিগত জীবনে আব্দুস সবুর লিটন দুই কন্যা এবং একটি পুত্র সন্তানের জনক। তারা সকলেই চট্টগ্রাম গ্রামার স্কুলে পড়াশোনা করেন। তিনি বাংলাধারা ডটকমের চেয়ারম্যান ছাড়াও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো, বিজয় ফুড এন্ড বেভারেজ, তারা ট্রেডার্স ও লিটন ক্যামিক্যালের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি আর্তমানবতার সেবায় নিয়োজিত কার্যক্রম ও অসুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদানসহ একক প্রচেষ্টায় একাধিক ক্রীড়া সংগঠন পরিচালনা করছেন। এ ছাড়াও তিনি মেধাবী এবং আর্থিকভাবে দূর্বল শিক্ষার্থীদের আর্থিক-বৃত্তি প্রদান,

সুবিধাবঞ্চিত, অসহায়-নিরীহ মানুষদের পাশে আর্থিক সহযোগীতায় এগিয়ে আসা, অস্বচ্ছল পরিবারের বিবাহ উপযোগী কন্যা-সন্তানদের বিবাহের সহায়তা প্রদান করা এবং নিয়মিত এলাকায় সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ব্যাক্তিগত জীবনে আব্দুস সবুর লিটন এক কর্মবীর, সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন আদর্শবান জনপ্রিয় ব্যক্তি।

একজন সফল সমাজ সেবক হিসাবে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন। মেধা, মনন, কর্ম প্রয়াস, শ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন এক উজ্জ্বল অধ্যায়ে। তিনি জীবনের সুদীর্ঘ সময়ে সংগঠক, সমাজকর্মী এবং সর্বোপরি একজন মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে অতি পরিচিত মানুষ। নিজ মেধা ও ব্যবস্থাপনা যোগ্যতা গুনে একজন দক্ষ সমাজসেবক ও কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর মন জয় করতে তিনি সক্ষম হয়েছেন।

জীবনের প্রথম ২০১০ সালে কাউন্সিলর নির্বাচিত হন। সেই থেকে তিনি সমাজের উন্নয়ন করে যাচ্ছেন। জনতার ভালোবাসায় সিক্ত কাউন্সিলর আব্দুস সবুর লিটন দলমতের উর্ধে থেকে মানুষের সেবা করাই তার একমাত্র কাজ। এজন্য সর্ব মহলে রয়েছে তার গ্রহণযোগ্যতা।

বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সাদা মনের মানুষ নিয়ে দেশ গড়ার অঙ্গিকারে জনপ্রতিনিধি হিসেবে দলীয় ভাবে যাচাই-বাছাই করে তাকে মনোনয়ন প্রণয়ন করেছেন। লিটন সেই প্রত্যাশা পূরণ করবেন।

বাংলাধারা/এফএস/টিএম


আরও পড়ুন