৩০ অক্টোবর ২০২৫

আমানত শাহ’র মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের শহর কুতুব শাহ সূফী হযরত আমানত শাহ (রহ.)’র মাজার জিয়ারত করে পরিকল্পিত রামপুর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত কাউন্সিল প্রার্থী আব্দুস সবুর লিটন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে লালদিঘীস্থ হযরত আমানত শাহ (রহ.) মাজার জিয়ারত করে এ নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি।

মাজার জিয়ারতকালে তার সাথে উপস্থিত ছিলেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব আবুল কাশেম।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনিত ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলরে মো. আবদুস সবুর লিটনকে নিয়ে এ ওয়ার্ডের জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

হযরত আমানত শাহ (রহ.) মাজার জিয়ারত করছেন আব্দুস সবুর লিটন

এখনো প্রতীক বরাদ্দ দেয়া না হলেও এ প্রার্থীকে নিয়ে এলাবাসীর মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতীক বরাদ্দের পূর্বেই মনোনিত প্রার্থীকে নিয়ে এমন আনন্দ উৎসবের আমেজ দেখার মতো।

এদিকে আবদুস সবুর লিটন জনগণের এ ভালোবাসায় সিক্ত হয়ে সবার কাছে দোয়া কামনা করেছেন এবং এ ভালোবাসা যেন আজীবন থাকে সেই কামনা করেছেন জনগণের কাছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন