বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে এবার মোট ভোটার ১৯ লাখ ২ হাজার ৮১১ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৭৮ হাজার ৬০ জন এবং নারী ৯ লাখ ২৪ হাজার ৭৫১ জন। ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিল ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন এবং নারী ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন। ২০২০ সালের ২১ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকা অনুসারে নগরীতে নতুন ভোটার হন ৮৫ হাজার ৮৪ জন। আগামী ২ মার্চই চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হবেন তারা।
গত বছরের ৭ আগস্ট বন্দর থানা এলাকায় তথ্য সংগ্রহের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছিল। এবার মোট ৪টি বয়স শ্রেণিতে তথ্য সংগ্রহ করা হলেও খসড়া ভোটার তালিকায় ১ জানুয়ারি ২০০২ সালের পূর্বে যাদের জন্ম অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে কেবল তাদের নাম প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে এবার মোট ভোটার ১৯ লাখ ২ হাজার ৮১১ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৭৮ হাজার ৬০ জন এবং নারী ৯ লাখ ২৪ হাজার ৭৫১ জন।
নতুন ভোটার হন ৮৫ হাজার ৮৪ জন।
তিনি আরো বলেন, হালনাগাদ তালিকা যাচাই শেষে চূড়ান্ত করে আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আগের তালিকা বা নতুন ভোটারসহ তালিকা যেটাতেই নির্বাচন হোক আমাদের সব রকম প্রস্তুতি আছে। ইসি সিদ্ধান্ত জানালে সেই অনুসারেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।
বাংলাধারা/এফএস/টিএম













