বাংলাধারা ডেস্ক »
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান অর্থনীতির উপযোগী মানব সম্পদ তৈরি করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে উপমন্ত্রী এ শিক্ষার মান নিশ্চিত করতে বিদেশি সহযোগী সংস্থাগুলোকে সহযোগিতার আহ্বান জানান।
সোমবার(২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মনমোহন প্রকাশের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ভবিষ্যৎ জ্ঞাননির্ভর অর্থনীতির জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা যাতে তাদের নিজ নিজ বিষয়ের বাইরে বৃত্তিমূলক দক্ষতা অর্জন করতে পারে সে ব্যবস্থা করা হবে।
এডিবির কান্ট্রি ডাইরেক্টর জানান, বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তা করতে সংস্থাটি বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি দক্ষতামূলক ও প্রযুক্তি শিক্ষার বিকাশে বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা বিবেচনায় এনে কর্মসূচি প্রণয়নের পরামর্শ দেন।
বাংলাধারা/এফএস/টিএম
				












