৪ নভেম্বর ২০২৫

পতেঙ্গায় জুটের গুদামে আগুন

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর পতেঙ্গা স্টিল মিলের জুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫ টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্ণফুলী ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। 

সকাল সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমরা আগুন নিয়ন্ত্রণে আনি সকাল ৭ টায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ হাজার টাকা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ