বাংলাধারা প্রতিবেদন »
ঘন কুয়াশার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়তে পারেনি আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ১২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বিজনেস ক্লাসের ১ জন ও ইকোনমি ক্লাসের ২৭৩ জন যাত্রীকে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি ১২৭ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে উড্ডয়নের শিডিউল ছিল। সে অনুযায়ী যথাসময়ে যাত্রীদের ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইটটি যায়নি। যদিও কুয়াশা কিছুটা কমলে মাসকাটগামী বেসরকারি ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের দুইটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
গণমাধ্যমকে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, কুয়াশার কারণে বিমানের আবুধাবি ফ্লাইটটি রাতে যেতে পারেনি। শিগগির ফ্লাইটটি উড্ডয়ন করবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












