বাংলাধারা প্রতিবেদন »
প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় মিছিল, শোডাউন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা পাঁচজনের বেশি সমর্থক নিয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। এ ছাড়া নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাবে না। যেহেতু এসব কর্মকাণ্ডে যানজট, জনদুর্ভোগের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকে, তাই এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এবারের নির্বাচনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত আটজন মেয়র প্রার্থী, ৫৫ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ৩১৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
বাংলাধারা/এফএস/টিএম
				












