ইয়াসির রাফা »
অমর একুশে বইমেলায় (২০২০) এসেছে জাহেদ মোতালেব এর উপন্যাস ‘ধানশি’। বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশন। প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। বইয়ের মলাট মূল্য ২৪০ টাকা। মেলায় বাতিঘরের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে । এছাড়াও চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের বাতিঘর শাখায় পাওয়া যাবে।
কিভাবে ধানশি সৃষ্টি হলো সে প্রসঙ্গে জাহেদ মোতালেব বাংলাধারাকে বলেন, এক সন্ধ্যায় বাতিঘরে কবি স্বরূপ সুপান্থের সঙ্গে দেখা। সে জিজ্ঞেস করল, জাহেদ ভাই, কী লিখছেন? বললাম, একটা গল্প নিয়ে ভাবছি। বিষয়টা জানতে চাইল সে। বললাম, চারপাশে ছাই আর ছাই। কোনো জনমানব নেই, কিছুই নেই। সেখানে বেঁচে আছে এক বুড়ি। সে তার নাতনির কথা ভাবে। মনে হয়, নাতনি আসছে। ও এলে পথটা সবুজ হয়ে যায়। চলে গেলে পথ মুছে যায়।
‘একদিন বুড়ি মাথার মধ্যে খুঁজে পায় একটা ধান। তারপর সে ধানটা রোপণ করে। স্বরূপ আশ্চর্য হয়ে বলল, আরে! এটা তো উপন্যাসের বিষয়। আপনি উপন্যাস লেখেন। কথাটা তীরের মতো গিয়ে বিঁধল মনের গভীরে। গ্রাস করে ফেলল আমাকে এবং একসময় লেখাটা শেষ করেও ফেলি।’
লেখক আরো জানিয়েছেন, ‘ধানশি’ লেখা শেষ করেছিলাম ২০১৮ সালে। চাইলে গত বছরই এটা প্রকাশ করতে পারতাম। কিন্তু এক বছর ফেলে রেখেছিলাম। অনেক দিন গভীর ঘুমে ছিলাম। ফেলে রাখলাম ‘ধানশি’কে। এরপর ভাবনা, সম্পাদনা আর সম্পাদনা। আবার ফেলে রাখা, আবার সম্পাদনা। এভাবে এক বছর কাটল। এখন তো পাঠকের সামনে ধানশি।’
‘বাতিঘরকে ধন্যবাদ, ধন্যবাদ দীপঙ্কর ভাইকে। আর ধানশির পেছনের কারিগর উজ্জ্বল চোখের কবি, ‘জলকামানের বই’-এর কবি স্বরূপ। ‘ধানশি’ উচ্চারিত হলেই মনে আসে তার কথা। সবাইকে পাঠের আমন্ত্রণ।’
উল্লেখ্য, জাহেদ মোতালেব পেশায় একজন গণমাধ্যমকর্মী। বর্তমানে দৈনিক আজাদীতে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












