বাংলাধারা ডেস্ক »
ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে একমাসের মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এক রায়ে এ নির্দেশ দেন। এ বিষয়ে জারি করা এক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দিয়েছেন হাইকোর্ট।
২০১৭ সালে এ বিষয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।
এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম
				











