৪ নভেম্বর ২০২৫

তিন ইয়াবা ব্যবসায়ীর ১৫ বছরের কারাদন্ড

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে ২৮ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় ৩ আসামিকে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সাতকানিয়ার ছোট ঢেমশার মৃত ফকির মোহাম্মম্মদের ছেলে আলী আহম্মদ (৫৫), পটিয়ার শিকলবাহার আব্দুস শুক্কুরের ছেলে হামিদুল্লাহ (৩৮), রাঙামাটির কাউখালির আজিজুল হকের ছেলে মহিউদ্দিন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা হলো ১৫ বছর কারাদণ্ড। আদালত তিন মাদক পাচারকারীকে ওই আইনে সর্বোচ্চ সাজার আদেশ দিয়েছেন।

র‌্যাবের দাবি, আলী আহমেদ ‘একুশে প্রোপার্টিজ’ নামক একটি ডেভেলপার কোম্পানির মালিক। কোম্পানির আড়ালে তিনি ইয়াবা ব্যবসা পরিচালনা করতেন।

চোরাচালান কাজে তাকে সহযোগিতা করতেন চার্টার্ড অ্যাকাউনটেন্ট মো. মহিউদ্দিন ও অফিস সহকারী হামিদউল্লাহ।

প্রসঙ্গত- ১৭ জানুয়ারি ২০১৬ আলী আহম্মদ ও হামিদুল্লাহ ২৭ লাখ ৫০ হাজার ইয়াবার চালান নিয়ে কর্ণফুলী নদীর মোহনায় র‌্যাবের হাতে আটক হন। তাদের দেওয়া তথ্যমতে অপর আসামি মহিউদ্দীনকে ৫০ হাজার ইয়াবাসহ ঢাকা থেকে আটক করেন র‌্যাব সদস্যরা।

এই মামলার তদন্ত কর্মকর্তা ২৩ মে ২০১৬ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছর ৬ সেপ্টেম্বর চার্জ গঠন হয়। মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্যপ্রদান করেন।

তিন আসামিকে আটকের পর ২০১৬ সালে র‌্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাপ ডিজি বেনজির আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, মিয়ানমারের বমংক নামের এক নাগরিক সমুদ্রপথে এসব ইয়াবা পাঠান। সমুদ্রের মাঝপথ থেকে এগুলো সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন আয়াতুল্লাহ নামের আরেক চোরাচালানকারী।

জানা গেছে, আয়াতুল্লাহ আলী সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হওয়া ইয়াবার মধ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে কোস্ট গার্ড ৫০ হাজার পিস ইয়াবা আটক করে। একই বছরের ডিসেম্বরে পুলিশ ইয়াবা পাচারকারী মাজেদ ও ইসমাইলকে (সিরাজের চাচা) চট্টগ্রামের বায়েজীদ এলাকা থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

উল্লেখ্য, এই মামলা দায়ের হয় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। ১৯৯০ সালের মাদক আইনে সর্বোচ্চ সাজা ১৫ বছর কারাদনণ্ড। সংশোধিত আইনে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ