৪ নভেম্বর ২০২৫

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২৮ ও ২৯ ফেব্রুয়ারি

বাংলাধারা প্রতিবেদন »

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ডিবেটিং সোসাইটি (এইউডব্লিওডিস) এর আয়োজনে এলিট পেইন্ট’র সহযোগিতায় ‘তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের প্রত্যয়’ এই স্লোগানকে সামনে নিয়ে ২৮ ও ২৯ ফেব্রুয়াররি চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ১ম আর্ন্তজাতিক আন্ত বিশ্ববিদ্যালয় বৃটিশ সংসদীয় ইংরেজী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।

এবারের বিতর্কে ১৯ টি দেশ হতে আগত বিতার্কিকরা তারুণ্যের নেতৃত্বে নারী শিক্ষা, উৎসাহ এবং ক্ষমতায়নের বিষয়টি তাদের যুক্তি ও  তর্কের মাধ্যমে তোলে ধরবে । আয়োজকরা আশা করছে এটা হবে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিতর্ক প্রতিযোগিতা যেটির মাধ্যমে বৈচিত্রময় সাংস্কৃতিক বিভিন্ন বিষয় উঠে আসবে এবং চমৎকার এক তার্কিক যোদ্ধ অনুষ্ঠিত হবে ।

এই প্রতিযোগিতাটি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের থীমের সাথে সংশ্লিষ্ট। যেটার মূল উপজীব্য হচ্ছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের নারীদের শিক্ষা, উৎসাহ ও ক্ষমতায়নের মাধ্যমে নেতৃত্বের সুমহান অবস্থানে অধিষ্ঠিত করা ।

চট্টগ্রামে এটি ১ম কোন আর্ন্তজাতিক ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এশিয়ান ইউনিভাসিটি ফর উইমেন(এইউডব্লিও) ছাড়াও  বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন(আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি,ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ, প্রিমিয়ারসহ দেশের শীর্ষস্থানীয় ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় ও বিতর্ক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে।

দুই দিনব্যাপি এই বিতর্ক প্রতিযোগতায় ১৯টি দেশের ৬৪ জন বিতার্কিকদের সমন্বয়ে ৩২টি দল অংশগ্রহণ করবে। বিতর্ক পর্বের ১ম দিনে ৩২ টি দলের মধ্যে তর্কযুদ্ধ অনুষ্ঠিত হবে এবং শেষ দিন সেখান থেকে নির্বাচিত ১৬ দল হতে ৮ দল, পর্যায়ক্রমে ৪ দল হতে শ্রেষ্ঠত্বের আসীনে সমাসীন হবে। বিচারকার্যে নিয়োজিত থাকবে ১৫ জন বিচারক এবং সার্বিক ভাবে সহযোগিতা করবেন ৩২ জন সংগঠক এবং সার্বক্ষণিক বিতর্ক প্রতিযোগিতা  উপভোগ করবে ৩০০ জন দর্শক ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ