বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ওয়াসার পানির বিল আদায়ে চারটি ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়াসার সাথে চারটি ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম হোসেন ও মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও জনাব আদিল রায়হান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, ভারপ্রাপ্ত সচিব বেগম ফাহমিদা মোস্তফা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ভুঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং সিস্টেম এনালিস্ট শফিকুল বাশার ও কম্পিউটার প্রোগ্রামার লুৎফি জাহান।
স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান জসিম উদ্দিন এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান তপন জেমস রোজারিও উপস্থিত ছিলেন।
বর্তমানে এ চারটি ব্যাংকের সকল শাখায় চট্টগ্রাম ওয়াসার গ্রাহক পানির বিল পরিশোধ করতে পারবেন।
ব্যাংকগুলো হলো মার্কেন্টাইল ব্যাংক লি., ওয়ান ব্যাংক লি., শাহাজালাল ইসলামী ব্যাংক লি., সাউথইস্ট ব্যাংক লি.।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












