বাংলাধারা ডেস্ক »
প্রধানমন্ত্রীর নির্দেশেই যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় কর্মীদের শাস্তি দেয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো এমন দৃষ্টান্ত দেখাতে পারেনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টায় রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সে সময় তিনি আরও বলেন, যে ঘটনাটি ঘটে গেছে, সেটি প্রধানমন্ত্রী জানতেন।তাই তদন্ত করে বিষয়টি বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অপরাধ করে পার পাবে, এটা ভাবার কোনো কারণ নেই। সরকার এ বিষয়টি অ্যালাও করে না। ভবিষ্যতেও করবে না। এ ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। কথা এবং কাজে যে সৎ সাহস শেখ হাসিনা দেখাচ্ছেন তা বিএনপি কখনো দেখাতে পারেনি।দলটি সন্ত্রাস দুর্নীতির জন্য কাউকে শাস্তি দেয়নি। আওয়ামী লীগই কঠোর শাস্তি দেয়। আর অভিযোগ আনা বিএনপির স্বভাব, এটাই তাদের রাজনীতি।
পাপিয়াদের পেছনে প্রভাবশালীদের মদদ রয়েছে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবার ব্যাপারে ভাবনা রয়েছে। কারা, কার পেছনে আছে। কত রকমের শাস্তি রয়েছে, অনেকেই আছেন হয়তো দৃশ্যপটের বাইরে। দেখা যাচ্ছে পরবর্তীকালে দলীয় কোনো পদায়ন অথবা সরকারের কোনো পদায়নে তারা হোঁচট খাচ্ছে, এটাও শাস্তি। শাস্তি অনেক রকম আছে।
আওয়ামী লীগে ভাল লোকের পাশাপাশি খারাপও আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খারাপ লোক চিহ্নিত হলে, তার অপকর্মের জন্য শান্তির দেয়ার কঠোর বিধান এ দলে আছে।
যুব মহিলা লীগের কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন: এ ধরনের সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ ব্যাপার। সেটি দলের অভ্যন্তরে আলোচনা হবে। এমনিতেই যুব মহিলা লীগের কমিটির মেয়াদ প্রায় পূর্ণ হয়েছে। মার্চ মাসে তাদের সময় শেষ হবে। এমনিতেই তাদেরকে কনফারেন্স করতে হবে।
ওবায়দুল কাদের জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের এক্সিম ব্যাংক ও আইসিবিসি ব্যাংকের সঙ্গে ৭ হাজার ৩১৮ কোটি টাকা লোন এগ্রিমেন্ট করেছে বাংলাদেশ সরকার। পদ্মাসেতুর সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৭৮ শতাংশ। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ২৬ তম স্প্যান বসানো হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম
				












