৪ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে শিক্ষক-অ্যাডহক নিয়োগ ও পদসৃজনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

খাগড়াছড়ি প্রতিনিধি »  

খাগড়াছড়ি জেলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ মুজিববর্ষের মধ্যেই সরকারিকৃত সব শিক্ষক-কর্মচারিদের অ্যাডহক নিয়োগ ও পদসৃজনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অনুপস্হিতিতে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি জেলা শাখার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নেতারা বলেন, সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কতিপয় ভিন্ন রাজনৈতিক মতের এবং ‘নো বিসিএস নো ক্যাডার’ ব্যানার বানিয়ে মিছিল করা প্রতিহিংসাপরায়ণ কর্মকর্তাদেরই আত্তীকরণের কাজের দায়িত্ব দেয়ায় শিক্ষক কর্মচারীদের পদসৃজন ও আত্তীকরণের কাজ আটকে আছে। এরা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ায় কৌশলে শিক্ষাখাতে আওয়ামী লীগ সরকারের অন্যতম বড় পরিকল্পনা বাস্তবায়ন আটকে রেখেছে।

এছাড়াও পদসৃজনের কাজে তাদের অযাচিত ‘নোট’ ও ‘মন্তব্য’ করার কারণে অসংখ্য শিক্ষক-কর্মচারীর সরকারিকরণের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। এভাবেই তারা বছরের পর বছর ধরে আটকে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা-সরকারি কলেজবিহীন উপজেলা সদরে একটি করে কলেজ সরকারিকরণ।

স্মারক লিপি প্রদানের সময় উপস্হিত ছিলেন- খাগড়াছড়ি জেলা শাখার সরকারি কলেজ শিক্ষক পরিষদের, সভাপতি রত্ন কুসুম চাকমা, সহ সভাপতি আবুল হোসেন পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক মধুসূদন দত্ত,সহ সাংগঠনিক সম্পাদক রুবেল পাল, দপ্তর সম্পাদক নিংথোয়াই মারমা, সদস্য উত্তরা চাকমা, মো. হানিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাসান ও অর্জুন নাথ, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক টিপু লাল নাথ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ