বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের কপি হাতে পেয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণে ১৪ ম্যাজিস্ট্রেট মাঠে নামবে কাল। আমরা ইতোমধ্যেই ম্যাজিস্ট্রেট নিয়োগের কপি হাতে পেয়েছি। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবারের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
বাংলাধারা/এফএস/টিএম













