বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশসহ বিশ্বের ১০৫ দেশে ছড়িয়েছে করেনা। দেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি আছে আরো অনেকে।
প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৩৮৩০ জনের মৃত্যু হয়েছে। করোনা প্রতিরোধে পাঁচটি পরামর্শ দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। জেনে নেই সে পরামর্শগুলো।
১. ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।
২. হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা।
৩. হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।
৪. অসুস্থ পশু বা পাখির সংস্পর্শে না আসা।
৫. মাছ, মাংস ভালোভাবে রান্না করে খাওয়া।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				











