৪ নভেম্বর ২০২৫

চাপ-অনুরোধ উপেক্ষা করে চসিক নির্বাচনে লড়বেন ১২ বিদ্রোহী

বাংলাধারা প্রতিবেদন »

কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের আহ্বান-অনুরোধ, হুঁশিয়ারি উপেক্ষা করে চট্টগ্রাম নগরীর অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থী হিসেবে রয়ে গেছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। বিশেষ করে বর্তমান কাউন্সিলরদের মধ্যে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তাদের কেউই প্রত্যাহার করেননি। তবে বিদ্রোহীদের মধ্যে আলোচিত কয়েকজন সরে দাঁড়িয়েছেন।

মাত্র দুজন বর্তমান কাউন্সিলর দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন করছেন না। এরা হলেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের মোহাম্মদ হোসেন হিরণ এবং ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়নাল আবেদীন।

বিদ্রোহী হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে টিকে থাকা বর্তমান এই ১২ কাউন্সিলর হলেন- ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের তৌফিক আহমেদ চৌধুরী, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের সাহেদ ইকবাল বাবু, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জহুরুল আলম জসীম, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মোরশেদ আক্তার চৌধুরী, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের সাবের আহমেদ, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের এফ কবির মানিক, ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের এসএম এরশাদ উল্লাহ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের এইচএম সোহেল, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের আব্দুল কাদের, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের তারেক সোলায়মান সেলিম, ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের হাসান মুরাদ বিপ্লব এবং ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের মাজহারুল ইসলাম চৌধুরী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ