৪ নভেম্বর ২০২৫

ইপসা’র কার্যক্রম পরিদর্শনে আমেরিকান রাষ্ট্রদূত

চট্টগ্রাম »

নগরীতে ইপসা পরিচালিত নারী দলের সভা পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থিত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

আজ সোমবার (৯ মার্চ) ইপসা পরিচালিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডে নারী দলের সভা পরিদর্শন করেন এ আমেরিকান রাষ্ট্রদূত।

ইউএসএইড’র সহায়তায় উজ্জীবন এসএসবিসি প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় রাষ্ট্রদূত ছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের (আন্তর্জাতিক) উপদেষ্টা বেলাল উদ্দিন, ইউএসএইড’র জোসেফ মোনেহিন, জন হপকিন্স সেন্টারের যোগাযোগ প্রোগ্রামের পেট্রিক লি কোলমেন ও ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।

সেভ দ্যা চিলড্রেনের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সমন্বয়ে সভাটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক সানজিদা আক্তার ও ইপসার উপ পরিচালক সৈয়দা জামিলা সিদ্দিকা।

সভার শুরুতে ইপসার প্রয়াস প্রকল্পের আরবান কমিউনিটি স্বেচ্ছাসেবক ও নারীদল রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ