মীরসরাই প্রতিনিধি »
মীরসরাইয়ে মাদক পাচারের সময় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মীরসরাই থাান পুলিশ। এসময় ৪ শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৯ মার্চ) সকাল ৯ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ওছিমিয়া ব্রীজ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় বরিশাল জেলার উজিরপুর থানার শংকরপুর গ্রামের হাওলাদার বাড়ীর ছবেদ হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়।
মীরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ‘চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী গ্রাম বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসযোগে ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমিরুল মুজাহিদের নেতৃত্বে মীরসরাই সদরের ওছিমিয়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীর দেহ থেকে ৪ শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এঘটনায় থানায় মাদক মামলা (৬) দায়ের করে ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম
				












