৪ নভেম্বর ২০২৫

আজ জিতলেই বিরল রেকর্ড

বাংলাধারা প্রতিবেদন »  

দুই ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (১১ মার্চ) মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি। আর আজ জিতলে হয়ে যাবে বিরল এক রেকর্ড-প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে এক দফায় তিন সংস্করণেই জিতবে বাংলাদেশ। পাশাপাশি, এক সিরিজে তিন সংস্করণ মিলিয়ে সব ম্যাচে জয়ও ধরা দেবে প্রথমবার।

এক দলের বিপক্ষে তিন সংস্করণেই জয়ের সর্বশেষ সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে। ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানরা জিতে যায় ২-১ ব্যবধানে। ২০১৪ সালে জিম্বাবুয়েকে টেস্টে ৩-০তে হারানোর পর ওয়ানডেতে ৫-০তে জিতেছিল বাংলাদেশ। সেবার ছিল না টি-টোয়েন্টি সিরিজ।

এবার অবশ্য টেস্টে কোনো সিরিজ ছিল না। কেবল একটি ম্যাচই ছিল, মিরপুরে যে টেস্টে বাংলাদেশ জিতেছে ইনিংস ব্যবধানে। এরপর সিলেটে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশ ছাড়িয়েছে তিনশ, রানের রেকর্ড গড়েছে ও ছুঁয়েছে প্রতি ম্যাচেই। দ্বিতীয় ওয়ানডে ছাড়া অন্য দুই ম্যাচেই জয় ধরা দিয়েছে দাপটেই।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও লড়াই খুব জমাতে পারেনি জিম্বাবুয়ে। শেষ ম্যাচের আগে বাংলাদেশের মেহেদি হাসান বললেন, জিম্বাবুয়েকে আবারও উড়িয়ে দিতে চায় দল। এই চাওয়াকে অবশ্য অতি আত্মবিশ্বাস বলতে চান না এই অলরাউন্ডার, ‘যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টিতে খুব দাপট দেখিয়ে জিতেছি, কোনো পাত্তাই দিইনি, সেক্ষেত্রে ওভাবেই খেলব।’

এ দিকে চলমান বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি২০ বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে সিরিজকে একপ্রকার প্রস্তুতি হিসেবেই নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে পা রাখার আগে চার-ছক্কার ফরম্যাটটা একটু ঝালিয়ে নিতে চান তামিমরা।

বাংলাদেশ এই সিরিজে নামবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে। বিশ্বকাপের বাকি আর ৭ মাস। এই সিরিজের দুটিসহ ম্যাচ আছে দ্বিপাক্ষিক সিরিজের ৯টি, সঙ্গে এশিয়া কাপ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ