৪ নভেম্বর ২০২৫

সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাস চালকের সহকারী নিহত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মো. ইলিয়াস মিয়া (২২)। নিহত ইলিয়াস নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার রামপুর গ্রামের মো. আবু নাছেরের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. মনির আহমেদ জানান, চট্টগ্রামগামী সেইফ লাইন পরিবহনের বাসকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী নিহত হয়। বাস ও কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইলিয়াসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ