বাংলাধারা ডেস্ক »
সড়ক দুর্ঘটনায় রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমের বিচ্ছিন্ন হওয়া হাতটি জোড়া লাগানোর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম। হাতটি আর কাজ করবে কি না, সে সম্পর্কে নিশ্চিত হতে কমপক্ষে ৪৮ ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল বৃহস্পতিবার রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে, সকালে গোপালগঞ্জের ঘোণাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের সাথে সংঘর্ষে শিক্ষিকার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ছাত্র-ছাত্রীদের সাথে স্কুলের পিকনিকে যাচ্ছিলেন তিনি।
আহত শিক্ষার্থীদের কয়েকজন জানান, দূর থেকে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে ওভারটেক করছিল পিকনিক বাস। হঠাৎ ট্রাকটি পেছনে আসা শুরু করলে, বাসের চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ধাক্কা দেয় ট্রাকের পেছনে। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হয় শিক্ষার্থীরা। এক হাত বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষিকার।
বাংলাধারা/এফএস/টিএম
				












