বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক কমল দে পাঁচ বছর পর গত ৫ মার্চ ইতালি থেকে পিএইচডি শেষে দেশে ফিরেন। গত ৮ মার্চ তিনি বিভাগে যোগদান করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে সতর্কতার অংশ হিসেবে ঐ শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
করোনা ভাইরাসের ঝুঁকি থাকা সত্ত্বেও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তিনি যোগ দেন বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রমে।
চবি চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, গত ৮ মার্চ তিনি বিভাগে যোগদান করার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। সতর্কতার অংশ হিসেবে ঐ শিক্ষককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা না গেলে ১৫ দিন পরে তিনি বিভাগে যোগদান করতে পারবেন।
বাংলাধারা/এফএস/টিএম
				











