বাংলাধারা প্রতিবেদন »
রোববার (৮ মার্চ) বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীর খবর সারাদেশে ছড়িয়ে পড়ার পর সব মানুষ আতঙ্কে দিশেহারা। সাবধানতা অবলম্বন করার জন্যই কেউ কেউ ফার্মেসিতে গিয়ে ডেটল, স্যাভলন ও হ্যান্ডস্যানিটাইজারসহ প্রয়োজনীয় জিনিস কিনে জমা করছেন। কিন্তু করোনা আতঙ্ক ঘিরে এসব পণ্যের চাহিদা বাড়ায় এসব পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ।
বুধবার (১১ মার্চ) নগরীর হাজারী লেনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ দোকানেই হেক্সিসল, স্যাভলন, ডেটল ও হ্যান্ডস্যানিটাইজার সংকটের কারণে ক্রেতারা এস ফিরে যাচ্ছেন। আর যাদের কাছে এসব পণ্য রয়েছে তারা বাড়তি দামে বিক্রি করছেন।
দোকানীরা জানান, ফার্মেসিগুলোতে যে পরিমাণ হেক্সিসল ছিলো তা এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। করোনা আতঙ্কের কারণে হঠাৎ করেই এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। তাই পণ্য সংকট দেখা দিয়েছে।
ক্রেতারা অভিযোগ করে বলেন, ১০৫ টাকা দামের হেক্সিসল বিক্রি হয়েছে ১৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। যে যেভাবেই পেরেছে বিক্রি করেছে। ডেটল, স্যাভলন, হ্যান্ডস্যানিটাইজারও আগের দামের চেয়ে দ্বিগুণ বেড়েছে। যে যেভাবে পারছে বিক্রি করছে।
আরিফ নামের এক ক্রেতা জানান, অনেকক্ষণ ধরে বিভিন্ন দোকানে খুঁজতে খুঁজতে একটা দোকানে হ্যাক্সিসল পেয়েছি, তাও আবার ২০০ টাকায়।
বাংলাধারা/এফএস/টিএম
				












