বাংলাধারা প্রতিবেদন »
দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ অর্থাৎ মুজিববর্ষ। এ মুজিব বর্ষ ১৭ মার্চ থেকে শুরু হবে। বছরব্যাপী এ মুজিব বর্ষ চলবে। ২০২১ সালের ১৭ মার্চ মুজিব বর্ষ শেষ হবে। এ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। চসিকের সব স্থাপনাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ, মোড় ও পার্কে আলোকসজ্জা এবং বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বোর্ড স্থাপন করা হচ্ছে। পাশাপাশি ওই দিন চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১০ জন মুজিব কোর্ট পরা শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালন করা হবে।
বুধবার (১১ মার্চ) দুপুরে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চসিকের ৫৬তম সাধারণ সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে গৃহিত কর্মসূচির প্রতিপালনে কার্পণ্য করা যাবে না। তাই পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন শহর বিনির্মাণে চসিক স্বল্প, মধ্যমেয়াদি কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচির আওতায় নগরের ৪১ ওয়ার্ডে ১০টি সেলের মাধ্যমে ১৭মার্চ রাত ৮টায় আতশবাজি এবং একই সময়ে ১৫টি স্থান থেকে ফানুস উড়ানো হবে। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপনের নিমিত্তে এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ১০ জন মুজিব কোর্ট পরা শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালন করা হবে।
মেয়র চলমান প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, গুণগতমান অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। চসিকের কারণে মুজিব বর্ষের কর্মসূচি যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন চসিক সচিব আবু শাহেদ চৌধুরী।
বাংলাধারা/এফএস/টিএম
				












