৪ নভেম্বর ২০২৫

করোনার প্রভাব নির্বাচনে পড়বে না : রেজাউল

বাংলাধারা প্রতিবেদন »

করোনার প্রভাবে নির্বাচন পেছানোর সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম। তিনি বলেন, করোনা এখনো সেভাবে ছড়ায়নি। গতকালকের পেপারেও লিখেছে, যাদের করোনা হয়নি, তাদের মাস্ক পরারও দরকার নেই। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। করোনা ঠেকাতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আমাদের শুধু সচেতন হতে হবে।

বুধবার (১১ মার্চ) চান্দগাঁওয়ে নির্বাচনের গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বাংলাধারাকে বলেন, করোনা ঠেকাতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কোলাকুলি ও হ্যান্ডশেকের মতো বিষয়গুলো সীমিত করার পরামর্শ দিয়েছি।

তিনি আরো বলেন, ‘আমরা জেনেছি, কোলাকুলি ও হ্যান্ডশেকের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়, তাই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, তাদের সমর্থ ও ভোটারদের বলব, তারা যেন এই দুটি কাজ সীমিত করেন।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ