৪ নভেম্বর ২০২৫

চবি ছাত্রলীগের সংঘর্ষে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ৪ মার্চ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে একটি পক্ষের হামলায় এ এফ রহমান হলে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। এ এফ রহমান হলের প্রভোস্ট ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এ কমিটি গঠন করেন।

বুধবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করে ড. এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, গত ৮ মার্চ আমরা হলের শিক্ষার্থীদের উপর হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে এ কমিটি করেছি। তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছেন।

চার সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. ফারুক হোসেন, সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক সুদীপ্ত শর্মা, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও প্রভাষক কাজী রবিউল ইসলাম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রভোস্ট বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২ মার্চ এক কর্মীকে মারধরকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয়ের সাথে কনকর্ড ও সিক্সটি নাইন উপ-গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ৪ মার্চ মধ্য রাতে সিক্সটি নাইন ও কনকর্ড মিলে এ এফ রহমান হলে হামলা করে বলেন বিজয়ের কর্মীদের ওপর। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আটক করা হয় ৫৭ জনকে। বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ৪৮টি এবং সোহরাওয়ার্দী হলের ৩৯টি রুম ভাঙচুর, ৬টি মোটরসাইকেল এবং হলের লাইট ভাঙচুর করা হয়।

লুটপাটসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এতে। হল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও আজ ৮ দিন পার হলেও এখনো ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ