২৮ অক্টোবর ২০২৫

‘প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই’

বাংলাধারা ডেস্ক »

প্রয়োজন ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে না আসার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, যারা বিদেশে আছেন তারা দেশে না আসলে ভালো হয়। প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার দরকার নেই। আসলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে লোকটি বিদেশ থেকে আসছে জনগণ তাকে চিহ্নিত করছে এবং তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। আমরা অনেককে কোয়ারেন্টাইনে রেখেছি। যাদের করোনাভাইরাস নেই, তাদেরকে আমরা ছেড়ে দেব। তাদের যেকোনো সময় ছেড়ে দেয়া হবে। আর অপরজনের অবস্থাও স্থিতিশীল রয়েছে।

ডা. জাহিদ মালেক বলেন, দুইমাস আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, এজন্য এখনও সেভাবে সংক্রমিত হইনি। দেশের সবাই যার যার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ দুর্যোগ থেকে আমাদের সোনার বাংলাকে বাঁচাতে পারব।

তিনি আরও বলেন, এখন সব মিলিয়ে ১০টি থার্মাল স্ক্যানার আছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম সমুদ্রবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ও বেনাপোল স্থলবন্দরে ১ টি করে স্ক্যানার মেশিন বসানো হয়েছে। ২/১ দিনের মধ্যে বাকিগুলো প্রয়োজনমতো বসানো হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন