বাংলাধারা প্রতিবেদন »
ঢাকার নির্বাচনে ২০ শতাংশ ভোট পড়ায় দেশে-বিদেশে নানা সমালোচনা হয়েছে। বিদেশি মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছে। আপনারা চট্টগ্রামে উৎসবমুখর নির্বাচন দেখিয়ে দিন। নির্বাচন যেনো নির্যাতন না হয়।
শনিবার (১৪ মার্চ) রাত ৮টায় চট্টগ্রাম সার্কিট হাউজে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, সম্প্রতি ঢাকার কয়েকটি নির্বাচন ও চট্টগ্রামের উপ-নির্বাচনে দেখেছি কেন্দ্রে ভোটাররা আসছেন না। ওইসব নির্বাচনে মাত্র ২০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও মাত্র ২০ শতাংশ ভোট পড়ুক তা চাইনা। এতো কম ভোটে মেয়র নির্বাচিত হতে চাইনা।
তিনি বলেন, ভোট কেন্দ্রে ইভিএমের শুধু ত্রুটি-বিচ্যুতি নয় রক্ষণাবেক্ষণেরর দায়িত্বও সেনাবাহিনীকে দেন। এছাড়া ভোট কেন্দ্রে কোনো বহিরাগত যাতে না ঢুকে সে ব্যবস্থা করেন।
তিনি আরো বলেন, গত জাতীয় নির্বাচনে ব্যালট কেন্দ্রের রেজাল্ট রাত ৮টার মধ্যে হয়েছে। কিন্তু ইভিএমের রেজাল্ট রাত ১টায় দেয়া হয়েছে। সিটি নির্বাচনে যেনো তা নয়। প্রতি মিনিটে যা কাস্ট হবে তা প্রিন্ট আকারে এজেন্টদের দিয়ে দিতে হবে। বিকেল ৫টার মধ্যে যাতে রেজাল্ট হয় সেই ব্যবস্থা করতে হবে।
বাংলাধারা/এফএস/টিএম













