বাংলাধারা প্রতিবেদন »
সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় ‘স্বাধীনতার বইমেলা’ স্থগিত করা হয়েছে।
ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পরবর্তী তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ২১ মার্চ বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সংক্ষিপ্ত পরিসরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম













