২৯ অক্টোবর ২০২৫

নির্দেশনা না মেনে অহেতুক আড্ডা দিলেই জেল-জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সবাইকে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন। অথচ এই নির্দেশনা মানতে নারাজ অনেকেই। তাই কঠোর অবস্থানে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। নির্দেশনা না মেনে কেউ অহেতুক আড্ডা দিলে শাস্তি হিসেবে হতে পারে জেল-জরিমানা।

শনিবার (২১ মার্চ) বিকেল থেকে নগরীর জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, জিইসি মোড়, সিআরবি, চকবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি করছে পুলিশ।

সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, করোনা ভাইরাস নিয়ে জনগণ সচেতন হওয়া উচিত। সরকার সবাইকে বাসায় থাকার পরামর্শ দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সিএমপি ও জেলা প্রশাসন সভা, সমাবেশসহ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে। তবুও দেখা যাচ্ছে কিছু এলাকায় মানুষ আড্ডা দিচ্ছেন। শিক্ষার্থীদেরকেও আড্ডা দিতে দেখা গেছে। তাই আমরাও কঠোর হতে বাধ্য হচ্ছি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন