বাংলাধারা প্রতিবেদন »
অতিরিক্ত লাভে চাল বিক্রি করায় নগরীর এক দোকান মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঁচা বাজারে বাড়তি দাম রাখায় আরো তিন দোকানীকে জরিমানা করা হয়।
শনিবার (২১ মার্চ) বিকেলে ২ নম্বর গেট কর্ণফুলী কাঁচা বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, অভিযানে বাজারের খাজা স্টোরে বস্তা প্রতি ২ হাজার ১০০ টাকায় কেনা মিনিকেট চাল ২ হাজার ৬০০ টাকায় বিক্রি এবং বস্তা প্রতি ২ হাজার ৭০০ টাকায় কেনা কাটারিভোগ চাল ৩ হাজার ১০০ টাকায় বিক্রির প্রমাণ পাই।
এছাড়া বেশি দামে পেঁয়াজ-রসুন বিক্রি এবং মূল্যতালিকা না থাকায় ফিরোজা স্টোরের মালিককে ১০ হাজার, আল বারাকা স্টোরের মালিককে ৫ হাজার এবং আদিবা স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম













