বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে লবণবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করে বাংলাধারাকে বলেন, চট্টগ্রাম শহরমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ১০ জনের মরদেহ উদ্ধার করি। আরও ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আহতদের মধ্যে ২/৩জনের অবস্থা আশংকাজনক।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













