২৯ অক্টোবর ২০২৫

করোনা প্রতিরোধে প্রশাসন ও সশস্ত্র বাহিনীর কর্মপরিকল্পনা নির্ধারণে সভা

বাংলাধারা প্রতিবেদন »

করোনা প্রতিরোধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসন ও সশস্ত্র বাহিনীর কর্মপরিকল্পনা নির্ধারণে সভা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) এ সভায় যোগ দেন সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা।

জানা যায়, সভায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন ও সশস্ত্র বাহিনী চট্টগ্রামে কি কি কাজ করবে সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। কর্মপরিকল্পনা তৈরির পর একযোগে তারা মাঠে নামবেন।

সভায় বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সশস্ত্র বাহিনীর ঊর্ধতন কর্মকর্তা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ছাড়াও প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন