২৯ অক্টোবর ২০২৫

করোনা সচেতনতায় বাসদ-ছাত্র ফ্রন্ট

বাংলাধারা প্রতিবেদন »

গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে ও স্যানিটাইজার দিয়ে সাধারণ মানুষের হাত ধোঁয়ানোর মাধ্যমে চট্টগ্রামে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও অঙ্গসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১ টায় নগরীর নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচী পালন করেন সংগঠনের নেতৃকর্মীরা।

জনসচেতনতামূলক এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য কমরেড নুরুল হুদা নিপু, নাসিম মিনহাজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর কমিটির সভাপতি রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক ঋজুলক্ষী অবরোধ, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কের চেয়েও জরুরি জনসচেতনতা ও উদ্যোগ। এ ভাইরাসের প্রকোপে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশের সাধারণ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। তাদের পক্ষে এ ভাইরাসের আক্রমণ ঠেকাতে ঘরে বসে থাকা যেমন সম্ভব নয় আবার বাইরে বের হয়ে ঝুঁকি এড়ানোও সম্ভব হচ্ছে না। তাই জনগণের পাশে দাঁড়িয়ে আমরা সারাদেশের মতো চট্টগ্রামে গণপরিবহনে স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়ানোর কর্মসূচী পালন করছি।

অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যে তাদের বলেন, করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্ককে কাজে লাগিয়ে বাজারে একদল অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় উপকরণের মূল্যবৃদ্ধির চেষ্টা হচ্ছে। তাই সরকারের উচিত এই বাজারব্যবস্থা নিয়ন্ত্রণসহ অসাধু সিন্ডিকেট কারসাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

একইসাথে করোনা আক্রমণ ঠেকাতে প্রয়োজনে বিভিন্ন প্রকল্পের বাজেট কমিয়ে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

https://bangladhara.com/2020/03/24/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%aa/

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন