লামা প্রতিনিধি »
বিশ্বব্যাপী ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার বান্দরবানের লামা উপজেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার লকডাউন ঘোষণা দেন। পাশাপাশি বান্দরবানের লামা উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে বিষয়টি প্রচারে লামা থানা পুলিশের ফেইসবুক পেইজেও পোস্ট করা হয়েছে। ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এলাকায় বিদেশ ফেরত অনেক মানুষজন কোয়ারেন্টাইন মানছেন না। কিছু এলাকায় অনেক বেশি বিদেশ ফেরত মানুষ অবস্থান করছেন।
এদিকে লামা উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, লামা উপজেলায় ২২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে জরিমানা করা হবে।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক ব্যাখ্যা বলেছেন, সংক্রমণ ঠেকাতে বহিঃ বিভাগে কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা আছে এমন রোগীকে হাসপাতালে না আসতে বলা হয়েছে। যাদের এইসব উপস্বর্গ আছে তাদের জরুরী নাম্বারে ফোন করে সাহায্য নিতে পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, সাধারন সর্দি কাশি গলা ব্যাথা ঘরে বসে গরম জল আদা চা খেলেই তো ভালো হয়।যাদের হাসপাতালে আসা খুব জরুরী তাদের জন্য জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম













