বাংলাধারা প্রতিবেদন »
বাড়তি দামে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকার একটি ফার্মেসীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় দরবার ফার্মেসীতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, দরবার ফার্মেসী তে অভিযান কালে দেখা যায় ২০০ টাকার হ্যান্ড স্যানিটাইজার ৩৫০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করছেন। ২৮ টি হ্যান্ড স্যানিটাই জব্দ করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও মুচলেকা নেয়া হয়। জব্দকৃত হ্যান্ড স্যানিটাইজার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে করোনা নিয়ে কাজ করা গ্রাম পুলিশ কে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, করোনা বাংলাদেশে শরীরে আক্রমনের আগেই মনে আক্রমণ করে বসেছে। ২০০ টাকার হ্যান্ড স্যানিটাইজারের দাম শুরুই হয় ৩৫০ টাকা দিয়ে। সচেতন নাগরিক যাতে মূল্য বুঝতে না পারে সেজন্য মূল্যও মুছে ফেলা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













