চলমান করোনা পরিস্থিতে স্তব্ধ পুরো বিশ্ব। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে করোনা মোকাবেলায় অবরুদ্ধ বা লকডাউন নিতি মেনে চলতে হচ্ছে আমাদেরও। এখনো কিছু কিছু যান চলাচল করলেও তেমন একটা ব্যস্ততা নেই সড়কগুলোতে। সরকার আগামীকাল (২৬ মার্চ ) থেকে সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিলে সবাই যখন পরিবার পরিজন নিয়ে যার যার বাড়ি, ঠিক ওই সময় রাস্তায় যানবাহনের দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে দেখা গেছে অলস কর্মক্ষেত্রে একসাথে বসে মোবাইল ফোনে পরিবার পরিজনের খবর নিতে।
ছবিটি নগরীর বোদ্ধ মন্দির এলাকা থেকে তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী আনিসুজ্জামান দুলাল।













