বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসের প্রভাবে যারা বের হতে পারছে না, কোয়ারেন্টিনে আছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) শুরু করেছে ভ্রাম্যমাণ দোকান ডোর টু ডোর শপ কর্মসূচী। চট্টগ্রামের ১৬টি থানায় এই উদ্যোগ চালু হয়েছে। প্রতিটা থানায় আলাদা টিম, গাড়ি এতে কাজ করছে।
শুধু বাজার করে দেওয়াই নয়, এরবাইরেও নির্দিষ্ট হটলাইনে কল করে যে কেউ মেডিকেলে যেতে পারবেন বা ডাক্তারি সুবিধা নিতে পারবেন।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, এটা নগরের ঘরবন্দী মানুষ, যারা বের হতে পারছে না, কোয়ারেন্টিনে আছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচী। চট্টগ্রামের ১৬টি থানায় এই উদ্যোগ চালু হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, এটা লাভজনক কিছু না। আমরা জনগণকে সেবা দেওয়ার জন্যই এই কর্মসূচী হাতে নিয়েছি। প্রতিটা থানায় আলাদা টিম, গাড়ি এতে কাজ করছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আমরা নগররবাসীকে ঘরে থাকতে অনুরোধ করেছিলাম। কথা দিয়েছিলাম ঘরে বাজারও আমরা দিয়ে আসব। এই ডোর টু ডোর শপ সেটারই অংশ। আমাদের কমিশনার স্যারের নির্দেশে সকাল থেকে কোতোয়ালি থানার তিন অফিসারের একটি টিম সার্বক্ষণিক এ কাজটি তদারকি করছেন।
তিনি আরও বলেন, শুধু নিত্য প্রয়োজনীয় বাজার নয়, এর বাইরেরও যেকোনো প্রয়োজনে ঘরবন্দী মানুষ আমাদের সাহায্য চাইলে আমরা তা করে দিয়ে আসবো। নির্দিষ্ট বাজারে দরে সবাইকে বাজার করে দিলেও হতদরিদ্রদের ক্ষেত্রে বিশেষ চ্যারেটি ফান্ড থেকে চাল, ডাল, তেল, লবণ দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













