আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় বঙ্গোপসাগর উপকূলে ভেসে এসেছে অজ্ঞাত লাশ। রায়পুর ইউনিয়নের বার আউলিয়া ঘাটে এই লাশের সন্ধান পাওয়া যায়।
রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, রোববার বিকাল সাড়ে ৫ টায় সাগরের জোয়ারের পানিতে একটি অজ্ঞাত লাশ ভেসে আসলে লোকজন দেখে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবরটি জানায়। লাশটি ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগের। তার শরীরের বিভিন্ন স্থানে পচে খসে পড়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি সদস্যের মোঠো ফোনে খবর পেয়ে লাশটি উদ্ধারে পুলিশ পাঠিয়েছি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













