২৯ অক্টোবর ২০২৫

ব্যক্তি উদ্যোগে বিআইটিআইডিকে সাড়ে ৮’শ করোনা স্ক্রিনিং কিট দিলেন নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

ব্যক্তি উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) কে সাড়ে ৮’শ করোনা স্ক্রিনিং কিট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই কীট গুলোর মাধ্যমে স্ক্রিনিংয়ের পর পজেটিভ রেজাল্ট আসলে করোনাভাইরাসের সরকারি কিট দিয়ে পরীক্ষা করে চূড়ান্ত পরীক্ষা করা হবে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে বিআইটিআইডি’র পরিচালক প্রফেসর এমএ হাসান চৌধুরীর কাছে কীটগুলো হস্তান্তর করেন শিক্ষা উপমন্ত্রী। এ সময় তিনি বিআইটিআইডি’র কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, এসব কিট ব্যক্তি উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী বিআইটিআইডিকে দিয়েছেন। এগুলোর মাধ্যমে স্ক্রিনিংয়ের পর পজেটিভ রেজাল্ট আসলে করোনাভাইরাসের সরকারি কিট দিয়ে পরীক্ষা করে চূড়ান্ত পরীক্ষা করা হবে।   

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন