২৯ অক্টোবর ২০২৫

৫০ পরিবারকে এক মাসের বেতন দিলো খুলশী থানার এসআই 

বাংলাধারা প্রতিবেদন »  

করোনায় ঘরবন্দি অসহায় ৫০টি পরিবারকে নিজের এক মাসের বেতনের পুরোটাই ভাগ করে দিয়েছেন খুলশী থানা পুলিশের এক উপ-পরিদর্শক।

সোমবার (৩০ মার্চ) নিজের কর্মরত খুলশী থানা এলাকায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনে দিয়ে বেতনের টাকা ভাগ করে দেন তিনি। ওই উপ-পরিদর্শকের নাম খাজা এনাম এলাহী। তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের খুলশী থানায় কর্মরত রয়েছেন।

তিনি জানান, সাধ্যের মধ্যে অসহায় মানুষের পাশে সকলেই এগিয়ে আসছেন। নিজের এক মাসের বেতনের পুরোটা খরচ করে তিনিও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

খুলশী থানাধীন মতিঝর্ণা, পোড়াকলোনী, ট্যাংকীর পাহাড়, টাইগারপাস, ডেবারপাড় ও ঝাউতলা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকাত্তর খাজা এনাম এলাহী ২০১৬ সালে পুলিশে যোগ দেন। তিনি দেড় বছর ধরে চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন