৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা কিশোরের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »  

কক্সবাজার সরকারি হাসপাতাল থেকে এক কিশোরকে গতকাল রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেসনে ইউনিটে ভর্তি করা হয়। আজ বুধবার সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (১ এপ্রিল) বিকালে চট্টগ্রামে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মৃত কিশোরের বাড়ি কক্সবাজারের জেলায়। গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তির আগে সে কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সিভিল সার্জন বলেন, কিশোরের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। রোগীর বিদেশফেরত কারো সংস্পর্শে থাকার ইতিহাস নেই।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন