২৮ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ের দুর্গাপুরে হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে দুর্গাপুর ইউনিয়নের ১১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা, মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, আওয়ামীলীগ নেতা রৌশন জামাল সীদ্দিকী মাহী সহ ইউনিয়নস্থ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের আর্থিক সহায়তায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সার্বিক সহায়তা করে আসছে। ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরো উপজেলায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগেও প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় ১২০০ করে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে উপজেলায় আরো ৩৬০০ পরিবারের মাঝে সরকারী ভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে উপজেলায় কেউ অভুক্ত থাকবেনা। অস্বচ্ছল প্রতিটি ব্যক্তির ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন