২৮ অক্টোবর ২০২৫

মাস্ক পরে বৈঠকে প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দায়িত্ব পালনের সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু নির্দেশনাই দেননি, প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো কোনো বৈঠকে মাস্ক পরে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক থেকে তিনি এ নির্দেশনা দিয়েছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্যাকেজ নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় প্রধানমন্ত্রীকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ অর্থ মন্ত্রণালয়ের সচিবরা। বৈঠকে তারাও প্রত্যেকে মাস্ক পরিহিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআর-এ ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মো. হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারাত্মক এ ভাইরাসে আরও ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়ালো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন