২৯ অক্টোবর ২০২৫

৭২ হাজার ৭৫০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাধারা ডেস্ক »  

সারাদেশে করোনা পরিস্থিতির বিরূপ প্রভাব মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গঠনা করা হয়েছে জাতীয় কমিটি। এছাড়া ৩০ হাজার কোটি টাকার ঋণ সহায়তা ঘোষণা করেছেন।

রবিবার(৫ এপ্রিল) গণভবনে কোভিড-১৯ (করোনা) ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে এ জাতির উদ্দেশ্যে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

ঘরে বসে বাংলা নববর্ষ উদযাপনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 আর্থিক সহায়তা প্যাকেজের চারটি মূল বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেন্টারগুলোকে ক্যাপিটাল সুবিধা প্রদান ও ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রদান করা হবে। ব্যাংক ক্লাইন্ট রিলেনশন্স এর ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংক সমূহ সংশ্লিষ্ট শিল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল থেকে ওয়াকিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন