২৯ অক্টোবর ২০২৫

নগরীতে আরো দুটি বাড়ি লকডাউন

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা সন্দেহে নগরীর আকবরশাহ থানার ৯ নং ওয়ার্ডের পূর্ব ফিরোজশাহ কলোনীতে দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত ১০ টা ৩০ মিনিটের দিকে পূর্ব ফিরোজশাহ কলোনীর ই/ডি -৩ এর সন্তু বড়ুয়া ও ই/ডি-১৬ মোঃ খসরুর বাড়িটি আকবরশাহ থানার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বাড়ি দুইটি লকডাউন করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন