২৯ অক্টোবর ২০২৫

আনোয়ারায় সরকারি ত্রাণ তহবিলে দশ টন চাল দিল ‘চায়না ইকোনমিক জোন’

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় করোনায় ঘরবন্দী নিন্ম আয়ের মানুষদের জন্য সরাকারি ত্রাণ তহবিলে দশ টন চাল দিলেন চায়না ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে এসব চাল তুলে দেন ইকোনমিক জোন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চায়না   হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানী  লিমিটেড (সিএইচইসি)।

এই প্রথম আনোয়ারায় অবস্থিত কোনো বিদেশি প্রতিষ্ঠান করোনায় ঘরবন্দী নিন্ম আয়ের মানুষদের জন্য গঠিত সরকারি তহবিলে অনুদান প্রদান করল।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, হারবার ও চায়নিজ ইকোনমিক জোনের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি মি. শো-ডো এবং সহকারি পরিচালক (লিগ্যাল) মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ব্যাবস্থাপক (হিসাব) ইমতিয়াজ নিশান, সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন রিফাত এবং স্থানীয় ঠিকাদার মো. জসিম উদদীন প্রমুখ।

এছাড়া চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ৫দিন পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরে ৩০০০ করোনা টেস্ট কিট, ৩০০০ পিপিই, ২০০০০ সার্জিক্যাল মাস্ক প্রদান করেন।

চায়না হারবারের প্রতিনবধি মি. শো ডো বাংলাধারাকে বলেন, এই ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা কেবল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অংশীদার না, আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে থেকে কাজ করব। আমরা চাই বাংলাদেশ করোনা পরিস্থিতি থেকে খুব দ্রুত বের হয়ে আসবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন