২৯ অক্টোবর ২০২৫

ত্রাণ বন্টনে যাতে সমতা থাকে সেটি নিশ্চিত করতে হবে : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

ত্রাণ বন্টনে যাতে ইকুইটি থাকে- অর্থাৎ যার যেখানে ত্রাণ প্রাপ্য সে যাতে ত্রাণ পায়- সেটি আমাদের নিশ্চিত করতে হবে। ত্রাণ বিতরণের সময় ভোটার দেখার মানসিকতা থেকে বেরিয়ে এসে কীভাবে কাজটি করা যায়- তা দেখতে হবে। জেলা প্রশাসন বিষয়টি দেখবে।

রোববার (৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ আহ্বান জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশের অনেক জায়গা থেকে সাধারণ নাগরিকরা এসে চট্টগ্রামে কাজ করছেন। থাকছেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট- সীতাকুণ্ড, ভাটিয়ারি, কালুরঘাট এলাকায় অনেক নিম্নবিত্ত মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তাই কে স্থানীয় ভোটার, কে ভোটার না- সেটা কোনোভাবেই যাতে আমরা বিবেচনায় না আনি। এটা যদি বিবেচনায় নিই তাহলে আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর স্বার্থে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যে ঘোষণা দিয়েছেন সেটা ব্যাহত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই- যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সে দেশে একজন লোকও অনাহারে থাকবেন না। সেটা হতে দেওয়া যাবে না। সবার জন্য খাদ্যের এভেইলিবিটি এবং নিরাপত্তাটা এনশিউর করতে আমরা কাজ করছি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্ব সভায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন