বাংলাধারা প্রতিবেদন »
সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার বোঝাই কোন জাহাজ আসলে এবং এ ছুটির মধ্যেই কন্টেইনার খালাস করলে তার বিপরীতে পরিশোধ্য স্টোররেন্ট মওকুফের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত ছুটিকালীন সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জাহাজ আগমন করেছে বা করবে সে সমস্ত জাহাজের মাধ্যমে পরিবাহিত কন্টেইনার কেবলমাত্র ছুটিকালীন সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর হতে খালাস করা হলে তার বিপরীতে প্রদত্ত বন্দরের স্টোররেন্ট সম্পূর্ণরুপে মওকুফ করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম












